নরসিংদীর রায়পুরায় গাঁজা সেবনের দায়ে ৩ জনকে কারাদন্ড
নরসিংদীর রায়পুরায় গাঁজা সেবন ও রাখার দায়ে ৩ জনকে ২ শত টাকা অর্থদ ও ৭ দিনের বিনাশ্রম কারাদ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার হাঁটুভাঙ্গা হুমায়ুন সাধুর মাজার এলাকা থেকে তাদেরকে আটক করে এই দ দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো: শফিকুল ইসলাম। সাথে ছিলেন জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আবুল কাশেম।
দপ্রাপ্তরা হলেন, উপজেলার জহির উদ্দিনের ছেলে জিতেন (৪২), মোহাম্মদ আবুল কাশেমের ছেলে শাহাদাত (৩৮),আমজাদ আলীর ছেলে মোঃ শওকত আলী (৪৯)।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম বলেন, উপজেলার হাঁটুভাঙ্গা হুমায়ুন সাধুর মাজার এলাকায় গাঁজা রাখা ও সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারায় ভ্রাম্যমান আদালতে তাদেরকে তাৎক্ষনিক ২ শত টাকা অর্থদ এবং ৭ দিনের বিনাশ্রম কারাদ প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন