নরসিংদীর রায়পুরায় অজ্ঞাত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরা থেকে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮ টার দিকে উত্তরবাখর নগর ইউনিযনের জংলীশিবপুর এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রায়পুরা থানা পুলিশ জানায়, রবিবার (২৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে উত্তর বাখরনগর ইউনিযনের জংলীশিবপুর এলাকা থেকে এক বৃদ্ধার মরদেহ গাছে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রায়পুরা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রায়পুরা থানার এসআই জহিরল ইসলাম বলেন , বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হযেেছ এলাকাবাসী কেউ চিনে না বলে জানিয়েছে। অজ্ঞাত পরিচয লাশটি ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন