নরসিংদীর রায়পুরায় লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
নরসিংদীর রায়পুরা উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নের দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসন বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে আইন লঙ্ঘনকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
অন্যদিকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য রায়পুরা প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও মাঠে রয়েছেন।
শুক্রবার ( ২ জুলাই) সকালে শ্রীরামপুর রেলগেইট, রায়পুরা বাজার, আমিরগঞ্জ বাজারে সরকার কর্তৃক ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে অভিযানে করোনা সংক্রমন রোধে মাক্স পরিধান না করে সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ মামলায় ৬ হাজার ৫ শত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ নুয়ীদের নেতৃত্বে সেনাবাহিনী ও রায়পুরা থানা পুলিশের এ এস আই রবিউল সহ সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন