নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের বিশেষ সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/f.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের এক বিশেষ সভা বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কনফারেন্স রমে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. আজগর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রায়পুরা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন।
এসময় নবনির্বাচিত মেয়র মো. জামাল মোল্লা ও অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানকে প্রেসক্লাবের পক্ষ হইতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আজগর হোসেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোসলেহ উদ্দিন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি রফিকুল হক রফিক, মাজেদুল ইসলাম, এস.এম শরিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একেএম সেলিম, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, মহিলা বিষয়ক সম্পাদক লাইলী আক্তার, কার্যকরি সদস্য খন্দকার শাহ নেওয়াজ, হারন অর রশিদ, শফিকুল ইসলাম প্রমূখ।
বিশেষ সভার পূর্বে প্রেসক্লাব কনফারেন্স রমে প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা (ডিসেম্বর-২০২১) অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের বিগত দিনের আয়-ব্যয় ও আগামী দিনের পথচলা দিয়ে বিশদ আলোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন