নরসিংদীর শিবপুর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার, মনজুর এলাহীর নিন্দা
নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
তিনি তার প্রতিবাদ বার্তায় বলেন, আবু ছালেক রিকাবদার শুধু শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বিনা কারণে পুলিশ গ্রেপ্তার করে এই বীর মুক্তিযোদ্ধার মর্যাদা ক্ষুন্ন করেছে বলে শিবপুরের জনগণ মনে করেন। মনজুর এলাহী অবিলম্বে আবু ছালেক রিকাবদারকে মুক্তির জোর দাবি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন