নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও মো: আজগর হোসেন
নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন রায়পুরার ইউএনও আজগর হোসেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় মো: আজগর হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান।
জানা গেছে, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতি স্বরূপ ২০২০-২০২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারে নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মো: আজগর হোসেন।
ইউএনও মো: আজগর হোসেন বলেন, এই প্রাপ্তি রায়পুরা উপজেলাবাসীর। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে দায়িত্ব পালনে আরও বেশি দায়বদ্ধ করবে। আগামী দিনগুলোতে নিজের সর্বোচ্চ শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে মানুষের জন্য কাজ করতে আমাকে আরও বেশি উৎসাহী করবে।
উল্লেখ্য, মো: আজগর হোসেন গত ২০২১ সালের ২০ এপ্রিল রায়পুরার ইউএনও হিসেবে যোগদান করার পর থেকে জনকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন