নষ্ট হয়ে যাওয়া কষ্ট || আফসান আলম

নষ্ট হয়ে যাওয়া কষ্ট
-আফসান আলম


ইচ্ছে ছিলো
তোমাকে নিয়ে ঘুড়ে বেড়াবো
বহুদূর – বহুদূর
তোমার হাত ধরে নগ্ন পাঁয়ে পাড়ি দেবো
পদ্য দীঘি যমুনার ঘাট নোনা বালিচর।
প্রচণ্ড রোঁদে হাঁটতে হাঁটতে থেমে গেলে
আলতো করে হাতটা টেনে বলবো, আরো কিছুটা চলো!
ভাস্কর যখন ঘরে ফেরার তাড়ায়
চলে যাবে ধরায় আঁধার ঢেলে দিয়ে-
তখন তোমার মাথা আমার কাধেঁ গুচে দিয়ে
ক্লান্ত আঁখিতে দেখবো সেই দৃশ্য শেষ বিকেলে
বাতাসের একটা ঝাপটায় আমার মুখটা ছোঁবে তোমার চুল।
আরো কত কি ইচ্ছে ছিলো!
তবে তুমি কি ছিলে?
এখনও ইচ্ছে করে
কিছু নষ্ট হয়ে যাওয়া কষ্টের মত
পুনরায় তোমাকে ফেরাবো।