নাটোরের লালপুরে দুস্থদের ঈদ বস্ত্র দিলো কেএস ফাউন্ডেশন

নাটোরের লালপুরে কেএস ফাউন্ডেশনের উদ্যোগে হতদারিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ এলাকার প্রায় অর্ধশত দুস্থ পরিবারের মাঝে ওই ঈদ বস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ)।

সামাজিক উন্নয়ন মূলক সংগঠন কেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ) বলেন, ‘সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে এবং সমাজের প্রতি দায়িত্ববান হলে সমাজে সকলে মিলেমিশে হাসিমুখে সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘কেএস ফাউন্ডেশন করোনার ১ম ঢেউয়ের সময় প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় বিভিন্ন সময় ত্রাণ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ও যাকাত আদায়ে সামর্থ্যবানদের উদ্বুদ্ধকরন কার্যক্রম চালিয়ে আসছে। সামাজিক উন্নয়নে একনিষ্ঠভাবে আগামী দিনগুলোতেও আমরা আমাদের কাজ করে যেতে চাই। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের আহ্বান জানাই রাজনৈতিক ও দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে প্রকৃত সকল অসহায় ও দুস্থদের প্রতি দায়িত্ববান হওয়ার।’

বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম (গিলু), সহ-প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান (নয়ন), প্রথম আলো বন্ধুসভা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাজহারুল ইসলাম (রকি), সাগর আলী প্রমুখ।