নারায়ণগঞ্জে আজও আন্দোলনে শিক্ষার্থীরা

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদ ও নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবিতে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

সর্বশেষ এ খবর লেখা পর্যন্ত চাষাঢ়া মোড়ে বেলা ১১টা থেকে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন যানবাহনে চেকিং করতে দেখা যাচ্ছে। যে সকল যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই সেসব গাড়িগুলো রাস্তার সাইডে আটকে দিচ্ছে তারা।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীর মৃত্যু হয়েছে। আমরা আমাদের ভাই হত্যার বিচার দাবিতে আন্দোলনে নেমেছি। আমরা কারো উসকানিতে আন্দোলন করছি না।

শিক্ষার্থীরা আরও বলেন, সরকার আমাদের আন্দোলন দমানোর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে। কিন্তু সরকারকে বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমাতে পারবে না।