নারায়নগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল থেকে অপহৃত দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) গাজীপুরের কালিয়াকৈর থানাধীন নিশ্চিতপুর এলাকা থেকে বুধবার (২০ জুলাই) রাতে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণের ঘটনায় জড়িত পারভেজ রহমানকেও আটক করেন তারা।
পুলিশ জানায়, গত ২৫ জুন উপজেলার একটি স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি ফেরার পথে পারভেজসহ কয়েকজন অপহরণ করে নিয়ে যায়। বুধবার সকালে সেই ছাত্রী তার পরিবারের কাছে কৌশলে ফোন করে। দুপুরে অপহৃত ছাত্রীর মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জের (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, মামলার ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন নিশ্চিতপুর এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণের ঘটনায় অভিযুক্ত পারভেজ রহমানকে আটক করে।
জানা গেছে, অপহরণকারী পারভেজ রহমান দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পশ্চিম নারায়ণপুর এলাকার মোন্তাকিজের ছেলে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে আটক পারভেজকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন