নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রেখেছেন জান্নাতুস সাফা শাহীনুর
দিনাজপুরের অবহেলিত নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রেখেছেন কলোনীপাড়া মহিলা উন্নয়ন সংস্থা।
দিনাজপুর জেলায় প্রশিক্ষনের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির আওতায় আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পরা দরিদ্র, নিন্মবিত্ত জনগোষ্ঠির নারীদেরকে সাংগঠনিক কাঠামোর আওতায় এনে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে দিনাজপুর জেলার প্রত্যেক উপজেলার ৩০জন করে মহিলাকে বিভিন্ন ট্রেডে ৩০দিনের প্রশিক্ষন প্রদান ও বিভিন্ন উপকরন বিতরণ করা হয়।
এরই ধারাবহিকতায় জেলার পার্বতীপুর উপজেলা অডিটারয়মে উদ্যোক্তাদের প্রশিক্ষন শেষে ৩০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ১টি করে সেলাই মেশিন, ৩ হাজার টাকা ও সার্টিফিকেট তুলে দেন কলোনীপাড়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জান্নাতুস সাফা শাহীনুর।
এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর মহিলা সমিতির সভাপতি রওশন আরা, কলোনীপাড়া মহিলা সমিতির সম্পাদক আঞ্জুমান আরা বেগমসহ আরো অনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন