নিজেকে মুক্ত দাবি করলেন হারিরি, ফিরছেন লেবাননে

সৌদি আরবে গৃহবন্দি থাকার গুঞ্জনের মধ্যেই নিজেকে মুক্ত দাবি করেছেন লেবাননের সদ্যপদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি।

রিয়াদের ফিউচার টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে হারিরি বলেন, আমি সৌদি আরবে সম্পূর্ণ মুক্ত আছি। আমার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আমি শিগগির লেবাননে ফিরব।

সৌদি থেকে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোঘণা দেয়ার আট দিন পর এই প্রথম মুখ খুললেন হারিরি।

এ সময় দেশে ফেরার ঘোষণা দিয়ে হারিরি বলেন, আমি দেশে ফেরার জন্য মাসের পর মাস সময় নেব না। মাত্র কয়েক দিনের মধ্যেই দেশে ফিরব।

গত ৪ নভেম্বর হারিরি রিয়াদে এক টেলিভিশনে বক্তব্যের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের সময় তিনি তাকে তার পিতার মতোই গুপ্তহত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেন।

তবে লেবানন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা হারিরিকে সৌদি আরবে আটক রাখার অভিযোগ করে আসছিল।