নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ মিছিল
সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেল চাল আটাসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে (২৮শে ফেব্রুয়ারী) মঙ্গলবার শহরের গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাম জোটের সমন্বয়ক এবং বাসদ গাইবান্ধা জেলার আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সিপিবি জেলা সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা স¤পাদক রেবতী বর্মণ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, চাল আটা গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেলসহ সকল নিত্য পণ্যের লাগামহীন উর্ধগতি, রুশ ইউক্রেন যুদ্ধের নানামুখী প্রভাব, দেশের অভ্যন্তরে চলমান দুঃশাসন দমন পীড়ন রাজনৈতিক সামাজিক অস্থিরতার ফলে গোটা সমাজ জুড়ে এক দমবন্ধ অবস্থা বিরাজ করছে। তাঁরা বলেন, ভোট জনগণের গণতান্ত্রিক অধিকার। ২০১৪ সাল থেকে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। স্বাধীনতার পর গত ৫১ বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। সেখানে তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনগুলো তুলনামূলকভাবে ভালো হয়েছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। সেকারণে দেশের জনগন সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ-নেসকো অফিসের অনিয়ম দুর্নীতি গ্রাহক হয়রানি বন্ধ এবং প্রতি বিঘা জমির সেচ ভাড়া সরকার কর্তৃক নির্ধারণ করে কার্যকর করার দাবি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন