নির্বাচনী প্রচারণায় ক্রিকেটার সাকিবের বাবা
মাগুরা পৌরসভার ছোটপালিয়া, দেড়ুয়া, কাশিনাথপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে মাগুরা-১ আসনের মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় গণসংযোগে অংশ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল।
শুক্রবার এলাকার বিভিন্ন গ্রামের পথসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাসান সিরাজ সুজা, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান চাঁদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ দ্বীপ, স্থানীয় পৌর কাউন্সেলর আমিনুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ।
মাশরুর রেজা কুটিল বলেন, মাগুরা-১ আসনের মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জান শিখর গত ১০ বছরে জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অংঙ্গনে ব্যাপক সমৃদ্ধি ঘটিয়েছেন। যা যুব সমাজের মধ্যে তাকে ব্যাপক গ্রহণযোগ্য করে তুলেছে।
সাইফুজ্জামান শিখর বলেন, জেলার জনগণের উত্তরোত্তর ভাগ্যোন্নয়নের স্বার্থেই প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে সরকারি উদ্যোগে জেলায় অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এ ছাড়া সবক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশপাশি জেলার সুস্থ ধারার রাজনৈতিক চর্চা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সচেষ্ট থাকবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন