মুক্তাগাছায় আ.লীগের মিছিলে পেট্রল বোমা নিক্ষেপ

ময়মনসিংহের মুক্তাগাছায় আ.লীগের মিছিলে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

গুরুতর আহত আনোয়ার হোসেনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে মুক্তাগাছায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মুক্তাগাছা পৌর এলাকায় রাত পৌনে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগ শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের নতুন বাজার এলাকায় পৌঁছালে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত মিছিলে হামলা চালায়। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুর্বৃত্তরা দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

শহর আওয়ামী লীগের আহ্বায়ক আরব আলীর অভিযোগ বিএনপির নেতা-কর্মীরাই এ হামলা ও পেট্রল বোমা মেরেছে। মুক্তাগাছার থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, নৌকার সমর্থনে একটি মিছিল রাত পৌনে দশটার দিকে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে ১৫/২০ জন দূর্বৃত্ত এ হামলা চালায় এবং পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।