নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান মুনীর

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল অসীম মুনীর গত বছরের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই জানিয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া উইং এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধানের যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক কথা রয়েছে।

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্টের পাকিস্তানে দু’দিনের অবস্থান শেষ হওয়ার একদিন পর সেনাপ্রধানের এই সফর।
মার্কিন রাষ্ট্রদূত সন্ত্রাসবাদ এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের ‘পাকিস্তানের পাশে দাঁড়ানোর’ সংকল্পের কথা জানান।

ইসলামাবাদে তার গুরুত্বপূর্ণ সফর শেষে ওয়েস্ট বলেন, তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা এবং আফগান শরণার্থীদের সুরক্ষা নিয়ে বৈঠক করেছেন।

ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির জনপ্রিয় নেতা ইমরান খান বর্তমানে কারাবন্দী। এই অবস্থায় সেনাপ্রধানের সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।