নিষেধাজ্ঞার পরেও পিছু হটছেন না কিম

উত্তপ্ত আমেরিকা-উত্তর কোরিয়া ইস্যুতে মোটেই পিছু পা হবেন না কিম। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে উত্তর কোরিয়া জানিয়েছে, পিয়ংইয়ং পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কয়েকটি কোম্পানি ও কয়েকজন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় অস্তিত্ব রক্ষা জন্য পরমাণু শক্তি গড়ে তোলার যে কর্মসূচি হাতে নিয়েছি তা থেকে কোনোভাবেই এক ইঞ্চি পরিমাণ সরে আসব না বরং চূড়ান্ত জয়ের জন্য সামনে এগিয়ে যাব। ‘ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে। এতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আটকে দেয়ার জন্য এবং দেশের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করার লক্ষ্যে শত্রুতামূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ১৪ জন নাগরিকের ওপর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয় এবং তাদের সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে। এর মধ্যে উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান ও পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত চার ব্যক্তি রয়েছেন।