নেইমারকে শিক্ষা নিতে বললেন এমেরি
২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে বার্সেলোনার কাছ থেকে কিনে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুরু থেকেই তার প্রতিদান দিয়ে আসছেন ব্রাজিলীয় সুপার স্টার। তবে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছে বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবল তারকাকে।
গত সপ্তাহে ভেলোড্রামে অনুষ্ঠিত ২-২ গোলে ড্র করা ঐ ম্যাচে দুই দফা হলুদ কার্ড গ্রহণের মাধ্যমে লাল কার্ড দেখতে হয় নেইমারকে। ফলে স্বাভাবিকভাবেই প্রাক ডেস প্রিন্সেসে অনুষ্ঠিতব্য পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। এর জন্য খানিকটা হতাশ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ উনাই এমেরি। তিনি বলেছেন, ‘লাল কার্ড দেখার ঘটনা থেকে নেইমারকে শিক্ষা নিতে হবে, তিনি যেন কারো প্ররোচনায় প্রতিক্রিয়া না দেখান।’
শুক্রবার (২৭ অক্টোবর) নিসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পিএসজি কোচ বলেন, ‘প্রতিপক্ষের খেলোয়াড়রা একের পর এক তাকে আক্রান্ত করেছে। এমন পরিস্থিতিতে বিষয়টি রেফারি কিভাবে নিয়ন্ত্রণ করছেন সেটিও গুরুত্বপূর্ণ। ম্যাচ শুরুর আগে আমি তাকে বলেছিলাম কোন ধরনের প্ররোচনায় প্রতিক্রিয়া না করতে। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের অতিমাত্রার আগ্রাসী কার্যকলাপে তিনি ভারসাম্য হারিয়েছেন। কারণ তিনিও একজন মানুষ। তাই আমাদের সবার উচিৎ ভারসাম্য বজায় রেখে চলা।’
গত আগস্টে প্যারিসে অভিষিক্ত হবার পর দ্বিতীয়বারের মত নিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেননা নেইমার। এর আগে গত মাসে মন্টিফিলারের বিপক্ষে মাঠে নামেননি নেইমার। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ম্যাচে আরো কয়েকটি পরিবর্তন ঘটাতে পারেন এমেরি। কারণ, চারদিন পর চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করতে হবে ফরাসি জায়ান্টদের। আন্ডারলেখট-এর বিপক্ষে ওই ম্যাচে জয় পেলেই ইউরো শীর্ষ টুর্নামেন্টের শেষ ষোলতে জায়গা নিশ্চিত করতে পারবে পিএসজি।
নেইমারের অনুপস্থিতির সুযোগটি কাজে লাগাতে পারবেন ক্লাবের আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডি মারিয়া। আগস্টের পর দ্বিতীয়বারের মত সেরা একাদশে ঠাই পাবার সুযোগ হবে তার। মারিয়া প্রসঙ্গে পিএসজি কোচ বলেন, ‘খেলার সুযোগ না পাবার কারণে তিনি খুব একটা খুশি নন। তিনি খেলতে চান এবং প্রতিটি ম্যাচেরই সেরা একাদশে থাকতে চান। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এবং অন্য জনের পারফর্মেন্সের কারণে তিনি সুযোগ পাননা।’
কাল নিসের বিপক্ষে জয় পেলে অন্তত একদিনের জন্য বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোর চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান অক্ষুন্ন রাখবে পিএসজি। শনিবার বর্দু সফর করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন