নেত্রকোণার মদনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

” সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্য শীর্ষক সেমিনারে নেত্রকোণা মদন উপজেলার জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই)সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে এক বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পুরাতন উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে, সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আযোজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।সভা পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মোঃশাহনূর রহমান।

এসময় বিভিন্ন দপ্তরে কাজের গুণগত মানের চিত্র প্রদর্শণ করা হয়,ও দপ্তর ভিওিক পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেলেন যারা,শ্রেষ্ঠ কর্মকর্তা( মাট পর্যায়) মোঃ আল- ইমরান খান, মৎস্য অফিস,কৃষি অফিস দেবাশীষ, পরিবার পরিকল্পনার মোঃ রফিকুল ইসলাম, ইউপি, সচিব হীরন মিয়া,,সহকারী কর্মকর্তা ভূমি রূপক,একাডেমিক সুপারভাইজার, জোসনা বেগম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ ফজলু রহমান, শ্রেষ্ঠ চেয়ারম্যান ফতেপুর ইউনিয়ন সামিউল হায়দার শফি।

শ্রেষ্ঠকর্মকর্তা ( সেবা প্রদান) বাস্তবায়ন কর্মকর্তা,শওকত জামিল,মোঃ সাইদুর রহমান, মাহবুব রহমান সুমন,আজিজুল রহমান, ড়াঃ নয়নঘোষ,প্রাণী সম্পদ ড়াঃ অমিত সাহা।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সততার জন্য পুরস্কার পান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহানূর রহমান।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছেন, ফায়ার সার্ভিস,ও পল্লী বিদ্যুৎ সমিতি, সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, পৌর মেয়র মোঃসাইফুল ইসলাম সাইফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, সাবেক উপজেলার মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, মাঘান ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মাসুদ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণ মাধ্যম কর্মীগণ।