নেত্রকোণার মদনে মতবিনিময় সভা সভায় প্রধান অতিথি সাজ্জাদুল হাসান এমপি

নেত্রকোণা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সাথে মতবিনিময় সভা করেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হল রুমে সামনে বসন্ত বরণ ও পিঠা উৎসব এর আয়োজন করা হয়, এতে অংশ গ্রহন করে, মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অফিস, বে- সরকারি সংস্থা ব্র্যাক, বারসিক,টি এম এস। সাজ্জাদুল হাসান এমপি পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরির্দশন করেন।

দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে উপজেলা মুক্ত মঞ্চে আওয়ামী লীগের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন যুগ্ম সাধারণ সম্পাদক, মারুফ ইসলাম খান, হাবিবা রহমান খান শেফালী, জেলা সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম খান জামি, পলাশ মজুমদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, আপনারা অকান্ত পরিশ্রম করে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন,তাই আমি আপনাদের হয়ে কাজ করতে চাই। গোবিন্দশ্রীতে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মদন ফতেপুর রাস্তার উন্নয়ন। দলীয় নেতাকর্মী মাধ্যমে জনগণের নিকট আমার সালাম পৌঁছে দেওয়া আহবান রাখেন।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান, সকল ইউপি চেয়ারম্যানগণ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

সন্ধ্যায় বসন্ত বরণ সাংস্কৃতিক উৎসবে যোগ দেন সাজ্জাদুল হাসান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।