নেত্রকোণার মদনে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা
নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ধর্মীয় প্রতিনিধি ও মসজিদ কমিটির সমম্বয়ে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক কর্মশালা কাইটাইল ইউনিয়নে পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভাগীয় পরিচালক লতিব মোল্লা, পরিবার পরিকল্পনা কার্যালয় ময়মনসিংহ।
কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূইয়া, অবহিতকরণ কর্মশালা বাস্তবায়নে ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
এতে বিশেষ অতিথি ছিলেন, ডাঃ মানসুরা খান,সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাঃ বাবুলচন্দ্র সরকার,সহকারী পরিচালক, ময়মনসিংহ, সহকারী উপ- পরিচালক, নেত্রকোণা ,মনিরুজ্জামান খান,উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নূরুল হুদা খান।
এ ছাড়া ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাঃহারুন রশিদ মেডিকেল অফিসার, মডেল মসজিদে ঈমাম, মাহবুব রহমান, মদন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোতাহার আলম চৌধুরী, পরিবার পরিকল্পনা পরির্দশিকা লাবনী আক্তার প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন