আওয়ার নিউজ বিডি সংবাদ প্রকাশের পর
নেত্রকোণার সেই মুক্ত জলাশয়ে বাঁধ ভেঙ্গে দখলমুক্ত করল উপজেলা প্রশাসন
মুক্ত জলাশয় প্রভাবশালীদের দখলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। শিরোনামের আওয়ার নিউজ বিডি অনলাইনে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (১৫ নভেম্বর) মদন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান ও উপজেলা মৎস্য অফিসার মোঃ কামরুল হাসানের যৌথ অভিযানে হেরন বিলের বাঁধ ভেঙ্গে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন।
এদৃশ্য দেখার জন্য এলাকার শত শত মানুষ হেরন বিলের পারে এসে জড়ো হতে থাকে। দীর্ঘদিন পরে দখলমুক্ত হলো হেরন বিল এতে এলাকার মানুষ আনন্দিত।
উপজেলা মৎস্য অফিসার মোঃ কামরুল হাসান জানান, হেরন বিলে অবৈধভাবে বাদ দিয়ে মাছ শিকার করছে এমন সংবাদ পত্রিকা প্রকাশ হলে উপজেলা কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান সাহেব নেতৃত্বে অবৈধ বাদ ভেঙ্গে অবমুক্ত করি।
এ ব্যাপারে উপজেলা কমিশনার (ভূমি) শাহনুর রহমান জানান, আওয়ার নিউজ বিডি অনলাইনে সংবাদ প্রকাশের পর এটি আমাদের দৃষ্টিগোচর হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মঙ্গলবার (১৫ নভেম্বর) হেরন বিলে অবৈধ বাঁধ অপসারণ করে দিয়েছি। এখন থেকে এই বিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন