নেত্রকোণা-৪ আসনে রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পাবলিক হল রুমের সামনে ৫১ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের উপস্থিতিতে ভোটের সমন্ত উপকরণ বুঝিয়ে দেওয়া হযেছে।
উপজেলা সহকারী রিটার্নীং কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল উপজেলা নির্বাহী প্রকৌশলী, গোলাম কিবরিয়া পিয়াল যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ,সহ সকল কেন্দ্রে প্রিজাইডিং অফিসারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীগণ।এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক সাজাদ্দুল হাসান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সোনালি আঁশ প্রতীক আল মামুন, জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীক মোঃ লিয়াকত আলী খান, জাসদের মনোনীত প্রার্থী মশাল প্রতীক, মোঃ মুশফিকুর রহমান। ৪ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন