নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন
নেত্রকোনা জেলার দুর্গাপুরে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) নেত্রকোনা জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে মোতাবেক জানা গেছে, আগামী তিন মাসের জন্য দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সাইফুল ইসলামকে কে আহ্বায়ক ও অমিত আকঞ্জি অমি, ইবনে মাসুদ, সামছুল হক সানি, রাকিব রনি ও মঈন ইবনে সাঈদ সৌরভ কে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
অপরদিকে পৌর ছাত্রলীগ নেতা তৌফিকুল আলম শিমুল কে আহ্বায়ক ও ইলিয়াস তালুকদার সৌরভ, ফারাজ আহম্মেদ পল্লব, আশিকুর রহমান, সাদ ইবনে আলম ও উমর ফারুক কে যুগ্ন আহ্বায়ক করে দুর্গাপুর পৌরসভার ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আউয়াল শাওন এ প্রতিনিধি কে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে ৯০ দিনের জন্য দুর্গাপুর উপজেলা ও পৌরসভার ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য তৃণমূলের ত্যাগী ও দক্ষ কর্মীদের মাঝ থেকে নতুন নেতৃত্ব খুঁজে এনে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটির মধ্যদিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনটি আরো শক্তিশালী হবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন