নেত্রকোনার মদনে জোবাইদা রহমান মহিলা কলেজে শতভাগ পাস
সারাদেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়েছে। এদিকে জোবাইদা রহমান মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহনকারী (বিজ্ঞান শাখার) সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়েছে।
জিপিএ -৫ ও পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী। উপজেলা সদরে একমাত্র জোবাইদা রহমান মহিলা কলেজের, এই ফলাফলে অভিভাবক মহল ও সুধীজনেরা সাধুবাদ জানিয়েছেন। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের ফাহিমা আহমেদ অমি জানান, আমার এই ফলাফল অজর্নে আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ ও আমার পিতা মাতার ভূমিকা মূখ্য ছিল। মনোযোগ সহকারে পড়ালেখা করলে অবশ্যই ভাল ফলাফল অজর্ন সম্ভব।
জোবাইদা রহমান মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন বলেন, দেশ ও জাতি গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য, সু- শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে শতভাগ ফলাফল যেন অব্যাহত থাকে,সেলক্ষ্যে সকল শিক্ষকবৃন্দকে আর ও আন্তরিক হওয়ার আহবান জানান এছাড়া আমি উত্তীর্ন সকল শিক্ষার্থী ও কলেজের শিক্ষক এবং গভনিংবডির সদস্যদের অভিনন্দন জানাই।
জোবাইদা রহমান মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ হাজী করনী জানান, কলেজের সকল শিক্ষক- শিক্ষিকা আর অভিভাবকদের নিবিড় প্রচেষ্টার কারনেই আজ, জোবাইদা রহমান মহিলা কলেজ এ সুনাম অজর্ন করতে পেরেছে,তিনি আরো বলেন, আমি প্রতিটা অভিভাবকের কাছে কৃতজ্ঞ ও
উত্তীর্ন সকল শিক্ষার্থীকে অভিবাদন জানাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন