নেত্রকোনার মদনে বিনামূল্যে আউশ, পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ
নেত্রকোণা মদনে চলতি অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ও পাট চাষের প্রণোদনা স্বরুপ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, উপজেলায় মোট ২০০শ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতিজনে ৫ কেজি আউশ ধানের বীজ ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। একই সময় উপজেলার ৬৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও কৃষকগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন