নেত্রকোনার মদনে বিনামূল্যে আউশ, পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

নেত্রকোণা মদনে চলতি অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ও পাট চাষের প্রণোদনা স্বরুপ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, উপজেলায় মোট ২০০শ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতিজনে ৫ কেজি আউশ ধানের বীজ ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। একই সময় উপজেলার ৬৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও কৃষকগণ।