নেত্রকোনার মদনে ভীম জাল দিয়ে মাছ নিধনের অপরাধে মোবাইল কোর্টে জরিমানা
নেত্রকোনা মদন উপজেলা মাঘান ইউনিয়নের চিনাই নদীতে দেশীয় মাছ ভীম জাল দিয়ে নিধন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মোঃশাহানূর রহমান ,এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও মদন থানার এস আই, মোঃআজিজুর রহমান সহ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর বিধি মোতাবেক চিনাই নদীতে ভীম জাল দিয়ে দেশীয় মাছ নিধন করার অপরাধে ৩০০০,( তিনহাজার) টাকা জরিমানা করা হয়, ও ফসল রক্ষা বাঁধ কেটে মাছ ধরার অপরাধে ১০০০,( এক হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান এ প্রতিনিধিকে জানান,মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক চিনাই নদীতে ভীম জাল দিয়ে দেশীয় মাছ নিধন করার অপরাধে ( তিনহাজার) টাকা ও ফসল রক্ষা বাঁধ কেটে মাছ ধরার অপরাধে( এক হাজার)টাকা জরিমানা করা হয়। ( তিনটি) ভীম জাল জব্দ করে উপজেলা নিয়ে আসা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন