নেত্রকোনার মদনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
নেত্রকোনার মদনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার একক ঘরের উপকারভোগীদের আয় বর্ধক কাজে সংযুক্তকরনের জন্য পরিবার ভিত্তিক এডিপি কর্মসূচির আওতায় হাসেঁর বাচ্চা বিতরণ অনু্ষ্টানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
(২৬ এপ্রিল) শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মদন ইউনিয়ন গুচ্ছ গ্রামে ১০০ পরিবারের মাঝে ৩ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম আকন্দ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অমিত সাহা, মদন থানার তদন্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান, সহ গণ মাধ্যম কর্মীগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন