নেত্রকোনার মদনে হিট স্ট্রোকে কৃষক ও ব্যবসায়ির মৃত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/Mrittu-মৃত্যু-মরন-নিহত-মরদেহ-লাশ-শব-দুর্ঘটনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার মদনে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আব্দুস সাত্তার (৭০) নামে এক কৃষক ও গোলাপ (৪২) নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। আব্দুল সাত্তার বৃহস্পতিবার সকালে উপজেলার দেওয়ান বাজারে প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করতে আসেন।
অপর দিকে চান গাঁও ইউনিয়নের চকপাড়া নাগবাড়ির শহীদ মিয়ার ছেলে গোলাপ মিয়া কাটের ব্যবসা করতে দেওয়ান বাজারে যান, বিকালে প্রচন্ড তাপদাহে জ্ঞান হারিয়ে তিনি মাটিতে ঢলে পড়লে লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সাত্তার উপজেলার পরশখিলা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
ইউপি সদস্য রিপন মিয়া জানান, আব্দুস সাত্তার আমার চাচা হন। তিনি বৃহস্পতিবার সকালে পারিবারিক বাজার করতে দেওয়ান বাজারে যান। সেখানে তিনি প্রচন্ড গরমে স্ট্রোক করেন। লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মোঃ রাহাতুল ইসলাম ভূঁইয়া আমার চাচাকে মৃত ঘোষণা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন