নোয়াখালীর চাটখিলে পরীক্ষার কক্ষে ঘুমানোর কারণে ২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
নোয়াখালীর চাটখিলে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন পরীক্ষার কক্ষে ঘুমাচ্ছিলেন দুই শিক্ষক। ফলে দায়িত্বে অবহেলা করায় দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) মল্লিকা দিঘীর পাড় ফাযিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া মল্লিকা দিঘীর পাড় ফাযিল মাদরাসা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দায়িত্বে
অবহেলা দেখতে পেয়ে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করেন।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, দাখিল পরীক্ষা কেন্দ্র -২ (মল্লিকা) এর হল পর্যবেক্ষক ও খোয়াজের ভিটি ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মুজ্জাম্মিল।
মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালীন তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাই। আমি পরিদর্শনে গিয়ে দেখি সংশ্লিষ্ট দুই শিক্ষক পরীক্ষা কক্ষে বসে ঘুমাচ্ছিলেন। আর পরীক্ষার্থীরা দেখাদেখি ও কথা বলে লিখছিল। শিক্ষক দুইজন সঠিক দায়িত্ব পালনের বিপরীতে দায়িত্বে অবহেলা করেছেন। ফলে তাদের দায়িত্ব অবহেলার কারণে চলতি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন