নোয়াখালীর চাটখিলে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও লাইব্রেরির দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকবৃন্দের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের শিক্ষানুরাগী চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর কবির। তিনি অমর একুশে বইমেলাসহ সকল শিক্ষা সহায়ক কর্মসূচিতে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্পন্সর করার ঘোষণা দেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপ-পরিচালক ডা: আফিসুল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যা চৌধুরী,উপজেলা একাডেমিক সুপারভাইজর আমজাদ হোসেন, চাটখিল সরকারি কলেজের বাংলা প্রভাষক মিহির দেবনাথ,

কর্মশালায় চাটখিল উপজেলায় শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষের মাঝে বই কেনা, বই পড়ার অভ্যাস তৈরিতে করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।