নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নোয়াখালী জেলার চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল এলাকায়।
জানাযায়, চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ীর রহমত উল্যাহ’র ছেলে একরামুল ইসলাম (২৭) চেরাংগের পুলের সামনে ফার্নিচার দোকানে কাঠের নকশা মিস্ত্রি হিসেবে চাকরি করতো। আজ বিকাল সাড়ে ৫ ঘটিকায় দোকান ঘরের বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত একরামুল ইসলামের চাচা মনির হোসেন জানান, তার ভাতিজা আফসারখিল চেরাংগের পুলের সামনের ফার্নিচার দোকানে নকশার কাজ করছিল। বিদ্যুতের লাইন দিতে গিয়ে তার মৃত্যুর ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, বৈদ্যুতিক বিষয়ে যন্ত্রপাতি ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে কোথাও লাইন কাটা আছে কিনা, সর্টসার্কিট আছে কিনা এগুলো নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। তাছাড়া বৃষ্টির সময়ে বৈদ্যুতিক তার বা ব্যবহারের কোন যন্ত্রপাতি পানিতে পড়ে আছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন