নোয়াখালীতে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : পাসপোর্ট নাগরিক অধিকার,নি:স্বার্থ সেবাই অঙ্গীকার এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় নোয়াখালীতে সপ্তাহ ব্যাপী পাসপোর্ট সেবা সপ্তাহ পালিত হচ্ছে। রোববার নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয়ে বেলুন উড়িয়ে, ফিতা কেটে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। পরে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আল আমিন মৃধার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ (বিপিএম-সেবা, পিপিএম-সেবা), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যুগ্ন পরিচালক মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন,নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আল আমিন মৃধা। এসময় পাসপোর্ট নিতে আসা গ্রাহকরা বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। সহকারী পরিচালক সমস্যা গুলো সমাধান করার আশ্বাস দেন। এছাড়াও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী রফিক উল্যা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হামিদা কবির শিপু।