নোয়াখালীর কবিরহাটে বর্ণাঢ্য আয়োজনের দৈনিক ভোরের ডাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলায় কেক কাটা, আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে কবিরহাট উপজেলা প্রতিনিধি এইচ.এম আয়াত উল্যাহর উদ্যোগে কবিরহাট প্রেসক্লাবে প্রাঙ্গণে সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পর গণমাধ্যমে দৈনিক ভোরের ডাক পত্রিকার অবদান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কবিরহাট উপজেলা প্রতিনিধি এইচ.এম আয়াত উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চ্যানেল নাইন ও বাংলানিউজ২৪ এর জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিঠু, দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি এম আনারুল হায়দার, এডভোকেট অভিজিৎ শীল, বেগমগঞ্জ উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হরে কৃষ্ণ দেবনাথ, মানবজমিনের কবিরহাট প্রতিনিধি জহুরুল হক জহির, সাংবাদিক ইকবাল হোসেন সুমন, মাওলা সুজন, ইফতে খাইরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজাহান পাটোয়ারী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল ইসলাম জাহান বলেন, দৈনিক ভোরের ডাক বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠক নন্দিত পত্রিকার। দীর্ঘ ২৭ বছর অতিক্রম করার পরও ভোরের ডাক এখনো পাঠকের আস্থা ধরে রেখেছে। ভোরের ডাক সমাজের নানা অনিয়ম, দূর্ণীতি যেমন তুলে ধরে তেমনি দেশের উন্নয়ন ও সফলতার চিত্রও নিত্যদিন পাঠকদের সামনে তুলে ধরে। তিনি দৈনিক ভোরের ডাকের অতীতের অর্জন, বর্তমানের সফলতাকে নিয়ে আগামীতে আরো সমৃদ্ধি প্রত্যাশা করেন। সভাপতির বক্তব্যে কবিরহাট উপজেলা প্রতিনিধি এইচ.এম আয়াত উল্যা বলেন, বর্তমান বাজারদরে স্বল্পমূল্যে দৈনিক ভোরের ডাক পত্রিকা দিন দিন উপজেলা ও জেলা পর্যায়ে ব্যাপকহারে প্রচার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ব্যাপক চাহিদার কারণে আরো বেশি পরিমাণ পত্রিকার বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোরের ডাক তৃণমূল পাঠকের কাছে গ্রহণযোগ্য একটি পত্রিকা। এই পত্রিকায় দেশের তৃণমূলের খবর সহ প্রতিদিনই রাজনীতি, অর্থনীতি, বিনোদন, তথ্য-প্রযুক্তি, খেলা ও পারিবারিক সংবাদের সমন্বয়ে সাজানো হয়।