নোয়াখালী বেগমগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল
এইচ.এম আয়াত উল্যা, ষ্টাফ রিপোটার নোয়াখালী : নাশকতা মামলায় সহ বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্যা বুলু বিভিন্ন মামলায় জামিনের জন্য আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বুলু’র নির্বাচনী এলাকা চৌমুহনী বাজারের করিমপুর রোড থেকে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারে গিয়ে শেষ হয়। পরে পূর্ব বাজারের প্রধান সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চৌমুহনী পৌর বিএনপি’র সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মো. মহসিন, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম, আবুল কালাম আজাদ কাউন্সিল, নাজমুল গনি মান্না, ভিপি কবির উদ্দিন, হুমায়ুন কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস, বিএনপির নেতা আহছান উল্যা, নিজাম উদ্দিন, সামছুর তিরমীজ স্বপন, রুস্তম আলী, মহি উদ্দিন রাজু মিছিলে নেতৃত্ব দেন। প্রসঙ্গত, বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লা বুলু’র নিন্ম ও উচ্চ আদালত মিলে প্রায় ৮০টি মামলা বিচাররাধীন রয়েছে। এরমধ্যে, ৩২টি মামলায় জামিন চাইলে বৃহস্পতিবার ১৬টি মামলার জামিন হয়। বাকীগুলোতে জামিন না হওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন