নোয়াখালীতে একই দিনে পানিতে ডুবে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু

এইচ.এম আয়াত উল্যা, ষ্টাফ রিপোটার নোয়াখালী : নোয়াখালীর সূবর্ণচর ও চাটখিল উপজেলায় একই দিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুসহ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে জেলার সূবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সূবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের একটি পুকুরের পানিতে ডুজে দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টায় একই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের অপর এক যুবক পানিতে ডুবে মারা যায়। নিহতরা হলো, সূবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের হাজী আবদুল্লা সর্দারের ছেলে ওমর ফারুক (১০) ও তার মেয়ে বিবি আমেনা (৭) এবং একই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আলা উদ্দিনের ছেলে আল আমিন (২৯)। চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার জানান, ফারুক ও তার বোন আমেনা তাদের পুকুরে যায় হাত-মুখ পরিষ্কার করার জন্য। পরে তারা দুইজন আর ঘরে ফিরে আসেনি। ওই সময় পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে দুই ভাই-বোনের ভাসমান মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে, সন্ধ্যা ৬টার দিকে একই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের খালার বাড়িতে বেড়াতে এসে আল আমিন নামে আরো এক যুবক পুকুরের পানিতে ডুবে মারা যায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দুই শিশুসহ পুকুরের পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের পন্ডিত বাড়িতে মেরাজ হোসেন শোয়াইব (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ওইদিন দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সে স্থানীয় পোল্ট্রি খামারী মো. মুন্নার ছেলে। নিহতের পিতা মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।