নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনে হাতপাখা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে তালা

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী থেকে : নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন কর্মীরা হাতপাখার নেতা কর্মীদের নির্বাচনী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। বিভিন্ন ইউনিয়ন কার্যালয়ে আক্রমন করে নির্বাচনী কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগের স্থানীয় নেতারা তালা মেরে দিয়েছে। বিভিন্ন স্থানে হাতপাখার নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলছে। বিশেষভাবে সদর পশ্চিমাঞ্চলে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় চেয়ারম্যান আলী হায়দার বকশীর ছেলে মতিন বকশীর নেতৃতে¦ আক্রমন করে অফিস ভাঙচুর করে তালা লাগিয়ে দিয়েছে। কালাদরাপ ইউপির নুরুপাটোওয়ারী হাটের স্থানীয় মেম্বার জসিম উদ্দিন ও ফেরদাউস মেম্বার নির্বাচনী কার্যালয়ে তালা মেরেছে। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আলহাজ্ব আবদুল হান্নান বলেন, এভাবে হামলা, ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে আওয়ামী লীগের চিহ্নিত কতিপয় লোকেরা। এভাবে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। আমরা আওয়ামী লীগের এসব ঘৃণ্য অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি আমরা অনুরোধ করবো এসব সন্ত্রাসীদের ব্যাপারে দ্রæত আইনগত ব্যবস্থা নিয়ে নির্বাচনী কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করুন।