নৌবাহিনী ডুবুরি দলের হাতে নিখোঁজ তন্ময়ের মৃতদেহ উদ্ধার
কাপ্তাই লেকে গোসল করতে নেমে নিখোঁজ তন্ময় দাস (১৯) নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ডুবুরি দল।
২৮মে শুক্রবার বিকেল ৫টা ৩০মিনিটের সময় তন্ময় দাস-১৯ (পিতাঃ সুবল দাস, ঠিকানাঃ টাইগারপাস, চট্টগ্রাম) নামক যুবক কাপ্তাই উপজেলার ০৩ নং চিৎমরম ইউপি এলাকালীন সীতারঘাট মন্দির সংলগ্ন কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
চট্টগ্রাম শহর থেকে ১০ জন যুবক ভ্রমনের উদ্দেশ্যে কাপ্তাই উপজেলার ০১ নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন কয়লার ডিপোতে আসে। সেখান থেকে তারা নৌকা যোগে উক্ত সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাটে আসে। তারা সবাই কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নামে এবং গোসল শেষে বর্ণিত যুবক ছাড়া সকলেই পানি থেকে ঘাটে উঠে বলে জানা যায়।
পরে নৌবাহিনীর ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন