নড়াইলে গুড়িয়ে দেয়া হলো একাধিক অবৈধ ইটের ভাটা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/It-Vata.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের সুরমা ব্রিকস, রামকান্তপুর গ্রামের এম.কে.এইচ.কে ব্রিকস, কালনা গ্রামের মধুমতি ব্রিকস ও বসুপটি গ্রামের চিত্রা ব্রিকস নামের চারটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের স্পেশাল টিম।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালতের স্পেশাল টিম বুধবার (২৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন।
এ সময় স্পেশাল টিমের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইদ আনোয়ার ও সহকারী পরিচালক হারুন অর রশিদ।
উপ-পরিচালক সাইদ আনোয়ার গনমাধ্যমকর্মীদের জানান, ‘বায়ু দূষন রোধে সমগ্র বাংলাদেশের ন্যায় নড়াইলেও অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।’
তিনি আরও জানান, ‘পরিবেশের ক্ষতি করে এরকম অবৈধ ইটভাটা, স্কুল, কলেজ, হাসপাতাল সংলগ্ন ও জনবহুল এলাকায় যত অবৈধ ইটভাটা আছে সব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের নীতিমালা অনুসারে উচ্ছেদ করা হচ্ছে। সবুজ বাংলাদেশ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন