নড়াইলে ৩ গরু চোর আটক

নড়াইল সদরের মহিষখোলা এলাকা থেকে গরু চুরির অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলো ভোলা জেলার মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে ওহায়িদ মোল্যা (৩৫), নড়াইল মহিষাখোলা এলাকার হবিবর রহমানের ছেলে সুজন বিশ্বাস (৩২) ও শোভারঘোপ গ্রামের সেলিম মোল্যার ছেলে সিহাব মোল্যা (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগতে রাতে নড়াইল সদর পৌরসভার মহিষখোলা গ্রামের আলেখ শেখ (৬৫) এর গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে মহিষখোলা হাউস এসেস্ট (বালুর মাঠ) এর গেটের সামনে কাভার্ড ভ্যানে উঠানোর সময় স্থানীয় লোকজন তাদের দেখে ধাওয়া করলে ওয়াহিদ মোল্যা বাদে অন্যরা কাভার্ড ভ্যান ও গরু নিয়ে পালিয়ে যায়। এসময় কাভার্ড ভ্যান থেকে সিঁড়ি সরে গিয়ে একটি গাভী পড়ে গিয়ে মাজার হাড় ভেঙ্গে যায়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়াহিদ মোল্যাকে আটক করেন এবং একটি গাভী গরু ও লোহার সিড়ি জব্দ করেন।
পরে আটক ওয়াহিদ মোল্যাকে জিজ্ঞাবাদ করে তার দেয়া তথ্য মতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাকি দুই চোর সুজন বিশ্বাস ও সিহাব মোল্যাকে আটক করে পুলিশ।