পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গম উৎপাদন ও বীজ সংরক্ষণের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গম উৎপাদন ও বীজ সংরক্ষণের উপর গমের বøক প্রদর্শনী সংশ্লিষ্ট কৃষক ও এসএএওগণের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০ঘটিকায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি ব্লকের ক্লান্দিগঞ্জ ফাযিল মাদরাসার হলরুমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর আয়োজনে এবং কৃষি স¤প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় এর সহযোগিতায় এই প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে উক্ত ব্লক প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ নইমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ রেজাউল কবির, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তানভীর মাহমুদ।
এ সময় সঞ্চালনায় ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক ও তার সহযোগি হিসেবে ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক।
জানা যায়, উক্ত প্রশিক্ষণে ৩০জন কৃষক/কৃষাণী অংশগ্রহন করেন। প্রত্যেক কৃষক/কৃষাণীকে সম্মানী ভাতা হিসেবে ৪শ’ টাকা করে প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন