নেত্রকোণার মদনে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নেত্রকোণা মদনে” নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে-২০২৩ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে, নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূইয়া।

আঠারোর আগে বিয়ে নয়,বিশের আগে সন্তান নয়,এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাশাপাশি পরিবার পরিকল্পনা, মাওশিশু স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পযর্ন্ত চলবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব, ডাঃ হারুন অর রশীদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, মদন থানার তদন্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসী,শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, মদন পৌর সভা সচিব মোঃ জাহাঙ্গীর আলম,সহ গণ মাধ্যম কর্মীগণ।