পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মে) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়নগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং ২০২৩-২০২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, গম ও পাট উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম প্রমুখ।
মাঠ দিবসে স ালনায় ছিলেন, বুড়াবুড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
মাঠ দিবস অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি গম-৩৩ উচ্চ ফলনশীল গমের একটি জাত। এটি ব্লাস্ট রোগ ও মরিচা রোগ প্রতিরোধী। এটির জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন।
সাধারণ জাতের গমের তুলনায় বারি-৩৩ জাত দুই গুনেরও বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন। সাধারণ জাতে যেখানে হেক্টর প্রতি উৎপাদন হয় ২ থেকে আড়াই মেট্রিক টন গম, সেখানে বারি-৩৩ জাতের হেক্টর প্রতি উৎপাদন হয় ৪ থেকে ৫ মেট্রিক টন গম।
জানা যায়, মাঠ দিবসে অর্ধশতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। প্রত্যেক কৃষক-কৃষাণীকে যাতায়াতের জন্য ১০০ টাকা ও সম্মানি ভাতা সরুপ ৩০০ টাকা করে প্রদান করা হয়। পরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া নামক এলাকায় বারি গম-৩৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে জানিয়েছেন ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন