পঞ্চগড়েরর তেঁতুলিয়ায় সরকারি কাজে বাঁধা! ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় আব্দুর রশিদ (৪৬) নামের এক ব্যক্তিকে সরকারি কাজে বাঁধা প্রদানের দায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে দালালি করার মাধ্যমে দাপ্তরিক কাজে বাধা প্রদানকালে রশিদ নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক দন্ডবিধি ১৮৬০ আইনের ১৮৬ ধারামতে এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আব্দুর রশিদ উপজেলা সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের মরহুম কাইমদ্দীনের পুত্র।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক জানান, দন্ডপ্রাপ্ত আব্দুর রশিদ কয়েকদিন ধরে অফিসে ঘুরাঘুরি করে দালালি করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েন। তার এই দৃশ্যে সরকারি কাজে বাধা প্রয়োগ হওয়ায় এবং মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে এ দÐাদেশ দেয়া হয়েছে।
তিনি আরোও জানান, এ ধরণের কোন দালালচক্র থাকলে ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন