অসহায় বিচার প্রার্থীদের জন্য কাজ করতে হবে : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ‘সরকার গরীব মানুষের মামলা পরিচালনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আর আমাদের সকলকে যার যার অবস্থানে থেকে অসহায় বিচার প্রার্থীদের জন্য কাজ করতে হবে। আপনাদের প্রতিবেশী বা গ্রামের অসহায় গরীব মানুষের মামলা গুলো বিনা খরচে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করিয়ে দিন। এলাকার মানুষের উপকার করেন, তাদের পাশে থাকেন।’

বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং ইউএস এ আইডি’র প্রোমোটিং পিস এন্ড জাস্টিস, পিপিজে এ্যাকটিভিটির অর্থায়নে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়াম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিচার বিভাগকে সহযোগিতা করা সকলের সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রের যে কোন প্রান্তের মানুষকে আদালতের দারস্থ হতে হচ্ছে, সুতরাং আদালতকে যেন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেই এবং সম্মান করি।’

সভায় সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাড়ানোর জন্য উপস্থিত সকলকে আহবান জানিয়ে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, ‘সরকার গরীব মানুষের মামলা পরিচালনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আর আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় বিচার প্রার্থীদের জন্য কাজ করতে হবে।’

ত্রৈমাসিক সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবীর, আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম ও সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসীর বিচারকবৃন্দ, প্যানেল আইনজীবীবৃন্দ, জজ ও ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রোমোটিং পিস এন্ড জাস্টিস-পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।