পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছাত্রীকে উত্যক্তের দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছাত্রীকে উত্যক্তের দায়ে আবু হানিফ (৫০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে কারাদণ্ড দেয়া হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আবু হানিফ তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কালান্দিগঞ্জ গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
ইউএনও সোহাগ চন্দ্র সাহা জানান, সাজাপ্রাপ্ত হানিফ ছাত্রীদের ইভটিজিংয়ের কথা স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেন ও তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমানুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন