পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ।। জনসচেতনতা মূলক সভা
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় পঞ্চগড়-১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে ১৮ বিজিবি’র ব্যবস্থাপনায় উপজেলার সিপাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিধি মেনে বিজিবির পক্ষ থেকে গোয়ালগছ বিওপি এলাকার গরীব দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন তেতুঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।
তেতুঁলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান, গোয়ালগছ বিওপি কমান্ডার নায়েক সুবেদার ওসমান গনি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিও লে.কর্নেল খন্দকার আনিসুর রহমান বলেন, বিজিবি বিভিন্ন দুর্যোগে দেশবাসীর সেবায় অংশ নিচ্ছে। যার অংশ হিসেবে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতা সভা করেছেন।
এ সময় চোরাচালান, মাদক পাচার, নারী শিশু পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, শূন্য লাইন অতিক্রম করে কেউ যেন ভারতে প্রবেশ না করে উপস্থিত ব্যক্তিবর্গকে তিনি আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন