সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে কাঁকড়া ধরায় ৪ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ কেজি কাঁকড়া ও দুটি নৌকা।

রোববার সকালে পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারন্যের ৫৩ নং কম্পার্টমেন্ট এলাকার তালতলী খাল থেকে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের লেয়াকাত সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), সোরা গ্রামের মৃত বছির গাজীর ছেলে ফজলু গাজী (৫৫), করিম গাজীর ছেলে জামাল উদ্দিন (খোকন) (৩৬) ও রুহুল আমিন কয়ালের ছেলে আশরাফুল হোসেন (২০)।

সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা সকালে গহীন সুন্দরবনের তালতলী খাল থেকে ৩০ কেজি কাঁকড়া ও দুটি নৌকাসহ উক্ত জেলেকে আটক করে।

এ ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।