পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া পশু চিকিৎসকের জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/ভুয়া-পশু-চিকিৎসক-পিক-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আব্দুর রহিম (২২) নামে এক ভুয়া পশু চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা আটককৃত ভুয়া ঐ চিকিৎসককে ৩ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার শালবাহান ইউনিয়নের ডাহুকগুচ্ছ গ্রামের আবুল হোসেনের ছেলে।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে উপজেলার ভজনপুর এলাকায় আব্দুর রহিম ভিজিটিং কার্ড দেখিয়ে নিজেকে পশু ডাক্তার হিসেবে পরিচয় দেন। ঘটনাস্থলে এসে যাচাই-বাছাই শেষে বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে স্টেরয়েড, এন্টিবায়োটিক ওষুধ ও ভিজিটিং কার্ড উদ্ধার হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা জানান, আব্দুর রহিম নামের এক যুবক তার ব্যাগ থেকে ভিজিটিং কার্ড দেখিয়ে চিকিৎসক পরিচয় দেন। পরে দেখা যায় তার কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই, এ জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ভেটেরিনারি কাউন্সিল আইনে ভুয়া চিকিৎসক হওয়ার দায়ে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন